বরিশাল অফিস :- করোনা প্রতিরোধে বরিশাল বিভাগের ছয় জেলার জন্য চীনের সিনোফার্মার এক লাখ ২৪ হাজার ডোজ টিকা বরিশালে এসে পৌঁছেছে। একইসাথে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসেছে।

সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে সোমবার বিকেলে চীনের সিনোফার্মার টিকার ডোজগুলো বরিশালে এসে পৌঁছেছে। বরিশালের সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন টিকাগুলো গ্রহণ করেন। এসময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রে আরও জানা গেছে, বিভাগের মধ্যে বরিশাল জেলার জন্য ৩১ হাজার ২০০ ডোজ, ঝালকাঠির ১০ হাজার ৪০০ ডোজ, পটুয়াখালীর ২৪ হাজার ডোজ, পিরোজপুরের ১৭ হাজার ৬০০ ডোজ, ভোলার ২৭ হাজার ২০০ ডোজ এবং বরগুনা জেলার জন্য পাঠানো হয়েছে ১৩ হাজার ৬০০ ডোজ টিকা।

Share.
Exit mobile version