নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ সম্পাদনের পাশাপাশি রাতদিন কর্মহীন মানুষের ঘরে ঘরে ছুটছেন একজন মেয়র। সঙ্কটময় সময়ে পৌরসভার সবকটি ওয়ার্ডের আনাচে কানাচে রাতদিন জনগণের পাশে থেকে খাদ্য ও সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছেন। জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিচ্ছেন বাজারগুলোতে। ক্লান্তিহীন এ মানুষটি বাকেরগঞ্জ  পৌরসভা মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া। তার এসব মহৎ কাজে জনগণ থেকে আখ্যা পাচ্ছেন জনবান্ধব মানবিক মেয়র হিসেবে।
মেয়র লোকমান ডাকুয়ার দায়িত্ব পালনের ১০ বছরে পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়ন করেছেন। রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, সড়কে বাতি স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ অনেক কাজ হয়েছে।
এ বিষয়ে আলাপকালে মেয়র বলেন, বাকেরগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার পরে যে উন্নয়ন সাধিত হয়নি তা বিগত দশ বছরে করেছি। দলমত নির্বিশেষে সবাই এখন উন্নয়নের সুফল ভোগ করছেন। পৌরসভার মানন্নোয়ন ও করোনাভাইরাস প্রতিরোধে আমার এবং কাউন্সিলরদের আন্তরিকতার কমতি নেই
Share.
Exit mobile version