ফেসবুকে মনগড়া মিথ্যা তথ্য প্রকাশ করায় প্রতিবাদ
অজপাড়া গাঁয়ের মানুষের চিকিৎসা সেবা দিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির আগরপুরে প্রতিষ্ঠিত করা হয়েছে “ হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার” নামে একটি অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান । আর চিকিৎসা প্রতিষ্ঠানটি নিয়ে একটি কুচক্রী মহল ফেসবুকে মনগড়া সম্পূর্ন মিথ্যা সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব হোসেন আজাদ।
এক বিবৃতিতে বিপ্লব হোসেন আজাদ জানান, আমাকে ও আমার মা-বাবার নামে প্রতিষ্ঠিত “ হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার” এ চিকিৎসা প্রতিষ্ঠান নিয়ে মৌসুমী আক্তার নামে একটি ফেসবুক ফেক আইডি যেসব মনগড়া তথ্য দেয়া হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। আইডিটিতে আমাকে নিয়ে বানোয়াট মন্তব্য করার পাশাপাসি উল্লেখ করা হয়েছে চিকিৎসা নিতে এসে রোগী মারা গেছে। এমন মিথ্যা তথ্য প্রকাশ করেছে একটি কুচক্রী মহল তাদের স্বার্থ হাছিল না হওয়ায়। গত শনিবার আসর বাদ একজন ভ্যান ড্রাইবার মৃত্যু ব্যক্তিকে তার স্বজন ও প্রতিবেশীরা তাকে (মৃত্যু ব্যক্তিকে) আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকগন হাসপাতালের বাহিরে বসেই তাকে দেখার পর মৃত্যু বলে ঘোষণা দেয় তখন বাহিরের অনেক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। একটি কুচক্রী মহল ও আমার প্রতিপক্ষ আমার এই মহৎ কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কোন প্রমাণ ছাড়াই আমার ও আমার প্রতিষ্ঠান সম্পর্কে সামাজিক মাধ্যম ফেসবুকে মনগড়া মিথ্যা তথ্য দিয়েছে। এ কুচক্রী মহলটি সমাজের মানুষের ভালো চাচ্ছে না এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থেকে সমাজারে উন্নতি চায়না। সমাজের এ ধরনের কিছু দুষ্ঠ লোক হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার যাহাতে সুন্দর ভাবে না চলে, তা চায় না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেক আইডি মানেই প্রতারক আর এই প্রতারকদের একটি সংঘবদ্ধ চক্র আছে জারা মাঝে মাঝে গভীর রাত্রে মুখোশপরে ক্লিনিকের সামনে মহরা দেয় এরা যেকোন সময় আমার ক্লিনিকের ক্ষতি সাধণ করতে পারে, এই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষন করছি এসব ধান্দাবাজ কুচক্রী চাটুকার, এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
ধন্যবাদান্তে
বিপ্লব হোসেন আজাদ
ব্যবস্থাপনা পরিচালক, হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল।