বিশেষ প্রতিনিধি।। বরগুনার তালতলী উপজেলার কাজির খাল গ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থী ইফামনি (১৫)পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।

জানা গেছে, শুক্রবার ৬ আগস্ট দুপুরে উপজেলার ডিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কাজির খাল গ্রামের ফারুক হাওলাদারের কন্যা ইফামনি তাদের বাড়ির পুকুরে গোসল করতে যায়।
এসময় ইফামনি মাথায় শ্যাম্পু করে পানিতে ডুব দেয় কিন্তু অনেক সময় ধরে না উঠায় সেখানে দাঁড়িয়ে থাকা ইফার চাচাতো ভাই মেহেদী হাসান (৯) বাড়ির লোকজনকে খবর দেয়।

ইফার দাদা এসে পুকুরে নেমে তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে চিকিৎসকের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থীকে মৃত্যু ঘোষণা করেন।

তালতলী হাসপাতালের চিকিৎসক মো. শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শিক্ষার্থী ইফামনির মা মোছাঃ সালমা বেগম বলেন, আমার মামণি দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

ডিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল হক সোহাগ বলেন, আমার বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইফামনি পানিতে ডুবে মারা গেছে।

তালতলী থানার পরিদর্শক (ওসি) মো. কামরুজ্জামান মুঠোফোনে বলেন, শুনেছি এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।

Share.
Exit mobile version