বিশেষ প্রতিনিধি।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তারা ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা বহনকারী গাড়িটি (ঢাকা মেট্রো গ-২৯-৫২১০) আটক করা হয়।
বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন রামপুর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের উপর ঢাকাগামী টয়োটা প্রোবক্স ব্র্যান্ডের প্রাইভেট কার তল্লাশি করে পেছনে কৌশলে রক্ষিত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলো, মোহাম্মদ আলী(৪৫), পিতা- মৃত ছাবেদ আলী, সাং মহনপুর দক্ষিণ পাড়া, পো: ধর্মঘর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ও মো: জুয়েল মিয়া(৩০), পিতা- মো: শাহজাহান মিয়া, সাং-জিহাদীপুর, ইউ.পি- আউশকান্দি, থানা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
আটককৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে অধিকতর তদন্ত চলছে বলে জানাগেছে। আটককৃত প্রাইভেট কারের প্রকৃত মালিক কে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।