বিশেষ প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে জমি দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে শনিবার ৭ আগষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গত শুক্রবার উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে শুক্রবার আইয়ুব আলী ও তার স্ত্রী মাতুবা খাতুন জমিতে গাছের চারা রোপণ করতে গেলে প্রতিপক্ষ আশরাফ আলীর পুত্র ও পুত্রবধূরা বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আইয়ুব আলীর স্ত্রী মাতুবা খাতুন মাথায় আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহত মাতুবা খাতুনের জামাতা মজিবুর রহমান বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আশরাফ আলীর পুত্র সুলতান মিয়ার স্ত্রী করিমননেছা, পুত্র নুরুল ইসলাম ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেফতার করে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন জানান, মাতুবা খাতুন হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজনকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share.
Exit mobile version