বিশেষ প্রতিনিধি।। পদ্মায় তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সাথে সাথে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্ণিস্রোতে সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের সাথে পাল্লা দিয়ে চলতে না পারায় এ রুটের ডাম্ব ফেরিগুলো কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়। রাতে মাঝ পদ্মায় ঘূর্ণিস্রোতের কারণে নৌরুটে চলাচল করা ফেরিগুলো প্রায় ৫ কিলোমিটার পথ উজান ঘুরে চলাচল করতে হয়। এতে ফেরিগুলো পারাপারে আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় ব্যয় করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের নির্দেশে রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ফেরি চলাচল অস্বাভাবিক হওয়ার কারণে ঘাট এলাকায় ছোট বড় প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

বরিশাল থেকে আসা মাহিম হাসান বলেন, ‘জরুরি কাজে বিকেলে বাড়ি থেকে রওনা হয়েছি ঢাকা যাবো। কিন্তু ঘাটের আসার পর শুনি ফেরি বন্ধ। এদিকে রাতে লঞ্চ চলাচল ও বন্ধ এখন যে কি করবো?’

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, ‘নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। রাত ৯টা থেকে ফেরি বন্ধ রয়েছে। তবে রাতে ফেরি চলাচল বন্ধ হওয়ার ফলে ঘাটে কিছু পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।’

Share.
Exit mobile version