নিজস্ব প্রতিবেদক :- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভুমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী লাকুটিয়া জমিদার বাড়িটি সংরক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বাড়িটির অধিকাংশ স্থাপনা রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে। বর্তমানে মূল ভবন এবং কয়েকটি মন্দির জরাজীর্ণ অবস্থায় টিকে আছে। আর জমি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ব্যবহার করছে।

৪৯ দশমিক ৫০ একর জমির ওপর মূল জমিদার বাড়িটি তৈরি করেছিলেন রূপচন্দ্র রায় নামের এক জমিদার।

এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, বিএডিসি কয়েক বছর ধরে বীজ উৎপাদন ও সংরক্ষণের জন্য এই এলাকা ব্যবহার করে আসছে। এই বাড়িটি একটি ঐতিহ্যবাহী স্থান । বাড়িটি সুরক্ষায় সরকারের উদ্যোগ নেওয়া উচিত।

Share.
Exit mobile version