রাঙা প্রভাত স্পোর্টস ডেস্ক ।। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইয়ের তৃতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। এভারটন রিবেরিওর একমাত্র গোলে চিলিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে সেলেসাওরা। আঞ্চলিক বাছাইয়ের সাত ম্যাচের সবকয়টিতেই জিতেছে কোচ তিতের দল। আজ শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রতিপক্ষের মাঠ স্তাদিও মনুমেন্তাল দাভিদ আরেয়ানোয় ১-০ গোলের ব্যবধানে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
প্রিমিয়ার লিগের দলগুলো ফুটবলার না ছাড়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ব্রাজিল। পছন্দের গোলরক্ষক থেকে শুরু করে ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকার মিলিয়ে মূল দলের অনেকেই ছিলেন না। তবুও প্রতিপক্ষের মাঠে জিততে খুব একটা অসুবিধা হয়নি নেইমারদের। শক্তিশালী চিলিকে হারিয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট তুলে নিয়ে বিশ্বকাপের সফল দলটি।
advertisement
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে খেলতে থাকে চিলি। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমতে থাকে। ২৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সামনে দারুণ সুযোগ পেয়েও দুর্বল শটে তা নষ্ট করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে আর্তুরো ভিদালের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলের গোলরক্ষক। খানিক পর বল জালে জড়িয়েও অফসাইডে গোলবঞ্চিত হয় চিলি। তাতেই প্রথমার্ধ কাটিয়ে দেয় গোল শূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ একই আক্রমণে খেলতে থাকে দুই দল। কেউই তেমন সুযোগ সৃষ্টি করতে পারতেছিল না। তবে ৬৪তম মিনিটে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি এভারটন। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। এতেই ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায়। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু মারকুইনহোসের শট ঠেকিয়ে চিলিকে বিপদ মুক্ত রাখেন গোলরক্ষক ব্রাভো।