মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অধীনে  ভাটেরা স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ফরিদ আহমদ (৩৫), তাঁর ভাতিজা আশিক আহমদ লাবিব (৫) এবং তাদের এক বোনসহ ৩ জন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।  নিহতরা সিলেট শহরের কাজিটুলা লোহাগড়া এলাকার বাসিন্দা।
দূর্ঘটনায় আহতরা হলেন, কামাল আহমদ (৪০), লিলি বেগম (৩৫), রেনু বেগম (২১) ও শিশু মিনু বেগম (১১) সহ মোট ৬ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রো চ- ১৩-৯৮১৭ নম্বরের মাইক্রোবাসটি যাত্রী নিয়ে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র সুহেল মিয়ার বিয়েতে অংশ নিতে যাচ্ছিলো। পুরানবাজার লেভেলক্রসিং অতিক্রম করার সময় আন্ত:নগর পারাবত এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করলে ট্রেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Share.
Exit mobile version