বিশেষ প্রতিনিধি।। রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের শাওনাপাড়া গ্রামে ৫ মিনিটের ঘূর্ণিঝড়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ভেঙ্গে তছনছ হয়ে গেছে শত শত গাছপালা।
গত রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাড়িয়াড়কুঠি ইউনিয়নের শাওনাপাড়া গ্রামে এ ঘূর্ণিঝড় বয়ে যায়।
জানা যায়, ঘূর্ণিঝড়টি প্রায় ৫ মিনিট এই ধ্বংসযজ্ঞ চালায়। এসময় ঘরের চাল আকাশে উড়িয়ে নেওয়াসহ বড় বড় গাছ ভেঙ্গে যায়। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বাতাসের বেগে মেহগনি, শিশু, বাঁশঝাড়সহ বিভিন্ন প্রজাতির গাছপালা উপড়ে যায়।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যেদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

Share.
Exit mobile version