বিশেষ প্রতিনিধি।। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

আটক রোহিঙ্গা যুবক আবদুল হাবীব জানান, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারে দালালের সঙ্গে জনপ্রতি ১৩ হাজার টাকা চুক্তিতে ভাসানচর থেকে পালিয়ে আসেন। দালালরা সাগরপথে চারদিন বিভিন্ন স্থানে নেওয়ার পর বুধবার সকালে তাদের এখানে নামিয়ে দিয়ে চলে যায়।

সীতাকুন্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, বুধবার ফৌজদারহাট সাগর উপকূলে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ রোহিঙ্গাকে দেখে ও তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলেও জানান। পরে স্থানীয়রা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে অবহিত করেন। তিনি থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে।

Share.
Exit mobile version