নিজস্ব প্রতিবেদক:- প্রবীণ দিবসে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন পন্ডিত জৈনদ্দিন ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারের অক্ষম প্রবীণ ব্যক্তিদের চলাচলের সুবিদার্থে তাদের প্রত্যেকের মাঝে একটি করে ব্যাতের লাঠি বিতরণ করা হয়েছে।

আর এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও লোক সাহিত্যিক স.ম জসিম উদ্দিনকে সাধুবাদ জানিয়েছেন প্রবীণ সমাজ।

শনিবার (২ অক্টোবর) বরিশালের গেীরনদী উপজেলার সরিকল বন্দরের ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত দারিদ্র প্রবীণ সমাবেশে প্রত্যেকের মধ্যে ওই লাঠি বিতরণ করা হয়। স্থানীয় প্রবীন ব্যক্তি আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিকল নিজাম উদ্দিন কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, শিক্ষক মুস্তফা হাবীব, মাইনুদ্দিন সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ, কৃষ্ণবন্ধু দাসসহ অন্যান্যরা।

এসময়ে প্রবীণদের নিয়ে প্রবন্ধ পাঠ করেন পন্ডিত জৈনদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন।

Share.
Exit mobile version