গত ৮ই অক্টোবর, রোজ শুক্রবার বিকালে ঢাকায় (পল্টন টাওয়ার, ৮৭ পুরানা পল্টন, ঢাকা) সংগঠনটির আত্মপ্রকাশ হয় এবং এস এম মাহবুব সাব্বীর (ব্যাচ-১৯৯৩) সভাপতি ও মোঃ এনামুল হক (ব্যাচ-১৯৯৫) কে সাধারণ স¤পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন – দেবাষীশ কান্তি দাস (ব্যাচ-১৯৯৭) সিনিয়র সহ-সভাপতি, মোঃ সাহাবুদ্দিন (ব্যাচ-১৯৯৩) সহ-সভাপতি, সরোয়ার হোসেন খান (ব্যাচ-১৯৯৪) সহ-সভাপতি, মোঃ মনিরুজ্জামান (ব্যাচ-১৯৯৬) সহ-সভাপতি, মোঃ রোকন উদ্দিন (ব্যাচ-১৯৯৯) যুগ্ন সাধারণ স¤পাদক, কে. এম এনামুল হক (ব্যাচ-১৯৯৫) সহ-সাধারণ স¤পাদক, সুজন চন্দ্র পোদ্দার (ব্যাচ-২০০০) সহ-সাধারণ স¤পাদক, জহিরুল ইসলাম সুমন (ব্যাচ-১৯৯৮) সাংগঠনিক স¤পাদক, সুমন চন্দ্র দাস (ব্যাচ-১৯৯৬) সহ-সাংগঠনিক স¤পাদক, মোঃ আল আমিন (ব্যাচ-২০০২) সহ-সাংগঠনিক স¤পাদক, মোঃ বাবলু সিকদার জয় (ব্যাচ-২০০৬) দপ্তর স¤পাদক, মোঃ তরিকুল ইসলাম শাওন (ব্যাচ-২০০৯) সহ-দপ্তর স¤পাদক, সালাহউদ্দিন মুন্না (ব্যাচ-২০০৬) প্রচার ও গণ সংযোগ স¤পাদক, বোরাহান উদ্দিন মিয়া (ব্যাচ-১৯৯৮) সহ-প্রচার ও গণ সংযোগ স¤পাদক, আরিফুর রহমান সুমন (ব্যাচ-২০০১) কোষাধ্যক্ষ, মোঃ আরিফুল ইসলাম (ব্যাচ-২০০৫) সহ-কোষাধ্যক্ষ, সজল চন্দ্র দাস (ব্যাচ-২০০৬) তথ্য ও গবেষণা স¤পাদক, ইয়াসিন আরাফাত প্রিন্স (ব্যাচ-১৯৯৮) সহ-তথ্য ও গবেষণা স¤পাদক, মোঃ আসাদুজ্জামান (ব্যাচ-২০০৪) শিক্ষা বিষয়ক স¤পাদক, নুপুর আক্তার (ব্যাচ-১৯৯৭) সহ-শিক্ষা বিষয়ক স¤পাদক, মোঃ এনামুল হক (ব্যাচ-১৯৯৯) আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক, মোঃ কালাম সিকদার (ব্যাচ-১৯৯৮) সহ- আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক, মোঃ মাসুদ রানা (ব্যাচ-১৯৯৯) সমাজ কল্যাণ স¤পাদক, তপন চন্দ্র দাস (ব্যাচ-২০০৫) সহ-সমাজ কল্যাণ স¤পাদক, সাইদুল ইসলাম (ব্যাচ-২০০০) স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক স¤পাদক, মহিদুল ইসলাম সুমন (ব্যাচ-১৯৯৯) সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক স¤পাদক, কর্মকার অনুপ কুমার (ব্যাচ-২০০৬) সাহিত্য ও প্রকাশনা স¤পাদক, এইচ. এম. রাহাত (ব্যাচ-২০০৭) সহ-সাহিত্য ও প্রকাশনা স¤পাদক, কাজী সাইফুল ইসলাম তমাল (ব্যাচ-২০০০) ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পদাক, তপন চন্দ্র মন্ডল (ব্যাচ-২০০৬) সহ- ক্রীড়া ও সাংস্কৃাতিক স¤পাদক, মোঃ ফারুক হোসাইন মাসুদ (ব্যাচ-১৯৯৩) ধর্ম বিষয়ক স¤পাদক, উপেন চন্দ্র মন্ডল (ব্যাচ-১৯৯৬) সহ-ধর্ম বিষয়ক স¤পাদক, আব্দুল হালিম (ব্যাচ- ১৯৯৭) আইন বিষয়ক স¤পাদক, সোহেল আকন (ব্যাচ-২০০৩) সহ-আইন বিষয়ক স¤পাদক, সালমা বারী (ব্যাচ- ১৯৯৫) মহিলা বিষয়ক স¤পাদিকা, লামিয়া আক্তার (ব্যাচ- ২০১৫) সহ-মহিলা বিষয়ক স¤পাদিকা, কে. এম সায়েম (ব্যাচ-১৯৯৪) আপ্যায়ন স¤পাদক, মোঃ কাইউম হাওলাদার (ব্যাচ-১৯৯৬) সহ-আপ্যায়ন স¤পাদক, এছারাও কার্যকরী সদস্য রায়হান রাজু (ব্যাচ-২০০৫), মোঃ আসাদুজ্জামান প্রিন্স (ব্যাচ-২০০৬), মোঃ আতিকুর রহমান (ব্যাচ-২০০৯), আব্দুল্লাহ আল সৈকত (ব্যাচ-২০১৬), মোঃ মিরাজ হোসেন (ব্যাচ-২০১৩), মোঃ মাসুদ হাওলাদার (ব্যাচ-১৯৯১), মোঃ সাকিব হোসেন (ব্যাচ- ১৯৯৩), মোঃ শাহিন হোসেন (ব্যাচ-১৯৯৮), আমিনুল ইসলাম (ব্যাচ- ২০০০), রফিকুল ইসলাম রোমান (ব্যাচ-২০০০) নুরুল হুদা পনু (ব্যাচ-২০০২), ইমরান হাসান (ব্যাচ-২০০৮), মোঃ রিয়াজ হোসেন (ব্যাচ-২০১০)।
আগামি ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নিবিড় যোগাযোগ এবং ভাতৃত্ববোধ বজায় রাখা এবং বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হবে এই মর্মে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
“আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তনী সংঘ” নামে সংগঠনের আত্মপ্রকাশ
Previous Articleসন্তান পালনে যে ১৩টি টিপস অবশ্যই মা-বাবার জানা উচিত
Next Article শ্যামলীতে মোটরসাইকেলের শোরুমে ভয়ঙ্কর ডাকাতি আহত ২