Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি।। ঢাকার শ্যামলীতে ‘ইডেন অটোস’ নামের একটি মোটরসাইকেলের শোরুমে দস্যুতার অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় শোরুমের ম্যানেজার ওয়াদুদ সজীব (৩৭) ও কর্মী নুর নবী হাসান (২৬) আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক আবুল খালেক।

শেরেবাংলা নগর থানা পুলিশের এসআই মতিউর রহমান জানান, প্রতিষ্ঠানটির মালিক আবুল খালেক পুলিশকে জানিয়েছেন যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে শোরুমে ঢুকে উপর্যুপরি কুপিয়ে দুই কর্মীকে আহত করে। পরে ক্যাশবাক্সে থাকা অর্থ নিয়ে পালিয়ে যায়। ক্যাশবাক্সে কত টাকা ছিল, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত দুজনই চিকিৎসাধীন আছেন। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।

Share.
Exit mobile version