বিশেষ প্রতিনিধি।।বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম মাস্টার (৬২) নিহত হয়েছেন।
রোববার ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম মাস্টার খামারকান্দি ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের মোবারক আকন্দের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ভাতিজা আজমাল হোসেনের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে আসেন উপজেলা পরিষদে। মনোনয়ন পত্র জমা শেষে ভাতিজা আজমল বাড়ি ফিরে যান। মোজাম মাস্টার ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাসচাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক এ কে এম বানিউল আনাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা যায়নি।
শেরপুরে বাসচাপায় শিক্ষক নিহত
Previous Articleমাসুদ সিকদার’র বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের
Next Article শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮৫৫০ জন