মানুষ মানুষের জন্য। আসুন লাকীকে বাঁচতে সাহায্য করি।
নিজস্ব প্রতিবেদক : অনলাইন বাংলা সংস্করণ “দৈনিক রাঙা প্রভাত” পত্রিকায় কিডনী রোগে আক্রান্ত কলেজ ছাত্রী লাকী আক্তারের সংবাদ প্রকাশ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে প্রতিষ্ঠিত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের (এইচ এমএম সি) চেয়ারম্যান ও সমাজসেবিকা মোসাঃ নুপুর হোসেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে হালিমা-মান্নান হাসপাতালের অফিস কক্ষে অসুস্থ লাকী আক্তারের পিতা বাবুল হাওলাদারের হাথে নগদ দশ হাজার টাকা তুলে দেন চিকিৎসা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এসময়ে হাসপাতালটির চেয়ারম্যান নুপুর হোসেন সহ উপস্থিত ছিলেন পরিচালক একে এম শহিদুল আলম ফারুক, সুপার ভাইজার আব্দুল বারী প্রমুখ।
হাসপাতালের চেয়ারম্যান মোসা: নুপুর হোসেন কলেজে পড়ুয়া দারিদ্র পরিবারে সন্তান লাকীর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন এবং লাকীর চিকিৎসার জন্য সমাজের বৃত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতার হাত বারিয়ে দেয়ার আহবান জানান।
হাসপাতালের পরিচালক একে এম শহিদুল আলম ফারুক বলেন, আর্তমানব সেবায় নিয়োজিত হালিমা-মান্নান ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। অসহায় মানুষের পাশে সর্বসময়ে ছিলাম এবং আমরা থাকবো। নিয়মিত ডায়ালাইসিসের উপর আল্লাহ তালহা তাহাকে বাচিয়ে রেখেছেন। কিডনী রোগে আক্রান্ত লাকী আবার সুস্থ জীবনে ফিরে আসুক এ প্রত্যাশা আমাদের।
উল্লেখ, ২০১৭ সালে এইচ এস সি পরিক্ষার্থী থাকালিন সময়ে আগরপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী লাকী আক্তার অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকগন তার দুটি কিডনী ড্যামেজ তা সনাক্ত করন। বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে তার কোন উন্নতি না হওয়ায় ঢাকায় প্রেরন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। পরবর্তীতে তাকে গনসাস্থ্যনগর হাসপাতালে ডায়ালাইসিস করার জন্য প্রেরন করা হয়। এখন প্রতি সপ্তাহের তিন দিন লাকী আক্তারকে ডায়ালাইসিস দেওয়া হয় এবং সপ্তাহে একব্যাগ রক্ত তার শরীরে প্রদান করা হয়।