শাহজাহান সরকার, বিশেষ প্রতিনিধি।।  নানার বাড়ি গিয়ে তোয়া নামের ৪ বছরের শিশু পুকুরে ডুবে নিহত হয়েছে।

আজ রোববার সকাল দশটার দিকে একা একা খেলতে খেলতে লোকজনের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। নানার বাড়ির লোকজন শিশুকে দেখতে না পেয়ে চারপাশে খুঁজতে থাকে এক পর্যায়ে শিশুটির মামা পুকুরে নেমে খুঁজতে থাকলে ডুবন্ত অবস্থায় শিশুরটিকে পেয়ে  উদ্ধার করে ঘরোয়া ভাবে প্রাথমিক চিকিৎসা দিতে থাকলে বাড়ির সংলগ্ন ভুরকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রূত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতলে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে  মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সুজানগর উপজেলার ভাটিকয়া গ্রামের (ভুরকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) রতনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভুরকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আঃ কাদের মাস্টারের বাড়িতে।নিহত শিশুটি কাদের মাষ্টারের মেয়ের একমাত্র মেয়ে।
নিহত তোয়া করিম সেখের ছেলে আব্দুল আলিম সেখের একমাত্র মেয়ে। সে নৌবাহিনীতে কর্মরত। গ্রামের বাড়ি সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাবু পাড়ায়।
সংবাদটির ছবি ও তথ্য দিয়ে সহযোগীতা করেছেন ভুরকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল আজম বুলবুল।

Share.
Exit mobile version