বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন উপজেলার নিরসা পলাশবাড়ী এলাকার প্রয়াত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৬৫) ও তাঁর স্ত্রী ফেন্সী বেগম (৫০)। গতকাল শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।

পুলিশ সূত্র জানায়, এলাকাবাসী তাদের খবর দেয়, পলাশবাড়ী এলাকায় স্বামী-স্ত্রীর মরদেহ বিছানায় পড়ে রয়েছে। এলাকাবাসী জানায়, হাফিজুল ইসলাম হজ করেছেন। তাঁর ছেলেমেয়েরা অন্য জায়গায় বসবাস করেন। বাড়িতে স্বামী-স্ত্রী থাকেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থলে সিআইডি পুলিশের একটি দল কাজ করছে।

এদিকে কিশোরগঞ্জের ভৈরবে ঘুমন্ত নবজাতকের রহস্যজনক মৃত্যু হয়েছে। একটি বালতিতে শিশুটির লাশ পাওয়া গেছে। আয়ান নামের ওই নবজাতকের বয়স মাত্র ১৫ দিন। শিশুটি পৌর শহরের কালিপুর গ্রামের ইদ্রিস মিয়া ও শাকিলা বেগম দম্পতির প্রথম সন্তান। ইদ্রিস মিয়া পেশায় একজন মোবাইল মেকানিক। পরিবারের দাবি, শুক্রবার সকালে আনুমানিক ১১টার শাকিলা বেগম নবজাতককে নিয়ে ঘুমিয়ে ছিলেন। একটু পর শিশুটির দাদি এসে দেখেন, শিশুটি সেখানে নেই। খোঁজাখুঁজির এক পর্যায়ে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান নবজাতকের চাচা দাউদ মিয়া। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ওসি (অপারেশন) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের প্রত্যেক সদস্যকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ছাড়া পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম লাবনী আক্তার (৬)। গতকাল শুক্রবার উপজেলার কালাইয়া গ্রামের একটি সুপারিবাগান থেকে লাশ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের শহিদুল ইসলাম মৃধার নাতনি। গত ৩১ অক্টোবর নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

Share.
Exit mobile version