Print Friendly, PDF & Email

বরিশাল অফিস :- বাংলার মুক্তি সংগ্রামে অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বুধবার সকালে মরহুমের প্রতিকৃর্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে নয়টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণসংহতি আন্দোলের জেলা কমিটির আয়োজনে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতি প্রথমে ভাসানী অনুসারি জেলা কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল ও কেন্দ্রীয় সদস্য আবু জাফর সালেহের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়াকার্স পার্টির জেলা কমিটি, বাসদ-এর জেলা কমিটি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ভাসানী পরিষদ, ভাসানী পাঠাগার ও ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দরা। শেষে দেওয়ান মোঃ নিলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share.
Exit mobile version