নিজস্ব প্রতিবেদক : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমির অজপাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত ২০ শয্যা বিশিষ্ট হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন বরিশাল-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে তিনি ওই হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। তখন তার সাথে অন্যান্যদের মধ্যে জাহাঙ্গীর নগর ইউপি পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ এবায়দুল হক শাহীন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সানাউল হক মিয়া, শামীম আহসান, হাচানাত খান তরুন, হাজী জাহাঙ্গীর হাওলাদার, এনামুল হক কবির, কবির হোসেন, মহিলা ইউপি সদস্য বকুল বেগম সহ জাতীয় পার্টির দলীয় নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
এসময় সাংসদ গোলাম কিবরিয়া টিপু বলেন, প্রত্যান্ত অঞ্চলে প্রতিষ্ঠিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি এখানকার অবহেলিত-উপেক্ষিত মানুষের উপকারে আসবে।
উল্লেখ্য, অজপাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি গত ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার কথা ছিলো কিন্তু তখন করোনার প্রকট বাড়ায় এমপি সাহেব আসতে না পাড়ায় হাসপাতালটি উদ্বোধন করা হয়নি।