রফিকুল ইসলাম রনি, বরিশাল :– জেলার গৌরনদীর সরিকল ইউনিয়নের সাকোকাঠী সার্বজনীন শ্রী শ্রী রাধাচরণ দরবেশ আশ্রম (সিদ্ধ পুরুষ) এ দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ১২ তম বার্ষিকী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বিপুল ভক্তদের আনন্দ উৎসাহের মধ্য দিয়ে রোবার দিবাগত রাত্রে শেষ হয়েছে।

সাকোকাঠী যজ্ঞানুষ্ঠান উদ্যাপন কমিটির উদ্যোগে গত ১২ বছর যাবত এ অনুষ্ঠান উদ্যাপন করে আসছে। সাত দিন ব্যাপী অনুষ্ঠানে বরিশাল সহ নানান জেলার ও আশেপাশের ভক্তরা অনুষ্ঠান উপভোগ করার জন্য সাকোকাঠী সার্বজনীন শ্রী শ্রী রাধাচরণ দরবেশ আশ্রমে জড়ো হয়। আশ্রমের আশপাশ সার্বক্ষনিক আলোকসজ্জায় সজ্জিত ছিল। অনুষ্ঠানের শেষ দিন সোমবার ভোর আরতী ও নগর কীর্তন, মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে শেষ হয়েছে।

কমিটির সভাপতি গোপী লাল কর্মকার জানান, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় প্রতিবছরের ন্যায় এ বছরও ৭দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কমিটির সাধারণ সম্পাদক মধন পোদ্দার বলেন, যজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত দল অমৃত নামসুধা পরিবেশন করেন।

Share.
Exit mobile version