বরিশাল প্রতিনিধি :- তলা ফেঁটে ছয় হাজার চারশ’ বস্তা সার নিয়ে জেলার বানারীপাড়া উপজেলার সন্ধা নদীতে নিমজ্জিত আব্দুর রহমান নামের বাল্কহেড ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি।
মঙ্গলবার বিকেলে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা জানান, সোমবার বিকেলে উপজেলার খোদাবাকসা এলাকা সংলগ্ন সন্ধা নদীতে দুর্ঘটনার পর বাল্কহেডের চালকসহ তিনজন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে পারলেও রক্ষা করা সম্ভব হয়নি বাল্কহেড ও সার।
বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন খান জানান, নিমজ্জিত বাল্কহেডে ৫০ কেজি ওজনের ছয় হাজার চারশ’ বস্তা সার ছিল। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিলো।
ওসি আরও জানান, বাল্কহেডের মালিক পক্ষের সাথে কথা বলে জানা গেছে তলা ফেঁটে পানি ঢুকে আস্তে আস্তে বাল্কহেডটি নিমজ্জিত হয়েছে। তবে বাল্কহেডটি যেখানে নিমজ্জিত হয়েছে সেখানে একটি বাঁশ পুতে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত বাল্কহেডটি উত্তোলনের জন্য কাজ শুরু করা সম্ভব হয়নি।