বিশেষ প্রতিনিধি।।কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
বিশেষ প্রতিনিধি।

র‌্যাবের দাবি, নিহত দুজন দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত ও মাদক ব্যবসায়ী কেফায়েত উল্লাহ এবং কোরবান আলী প্রকাশ আঙুল কাটা শফিক।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় এক বার্তায় কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এ তথ্যটি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন-কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙুল কাটা শফিক। তাৎক্ষণিকভাবে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়।

র‌্যাব ১৫ জানায়, বন্দুকযুদ্ধে নিহতদের ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Share.
Exit mobile version