নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় (সব ইউনিট) ২০’তম হয়েছেন বুশরা কবির।
বুশরা কবির মনিপুর হাইস্কুল থেকে এসএসসি ও হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী দুমকি উপজেলার পাংগাসিয়ায়।
তার বাবা মোঃ হুমায়ূন কবির একজন ব্যাবসায়ি ও মা গৃহীনি।
বুশরার যত মেধাবী স্বজন: বুশরা কবির’র দাদা আলহাজ্ব মোঃ আতাউর রহমান খান একজন বীর  মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক। তার মেঝ চাচা সামিমুজ্জামান ফিরোজ বাংলাদেশ সরকারের একজন উপ সচিব হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে কর্মরত আছেন। তার মেঝ চাচি জেসমিন বেগম বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার হিসেবে সিআইডিতে কর্মরত আছেন। তার ৩’য় ও ৪’র্থ চাচা সালাউদ্দিন রিপন ও ফয়েজ ইমাম খান উভয়ই ঢাকা বারের আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।
রাঙা প্রভাতকে টেলিফোনে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বুশরা বলেন, আমার এ ফলাফল আল্লাহর রহমতে হয়েছে। এছাড়া মা-বাবা, দাদা, সকল চাচা, মেঝ চাচি ও শিক্ষকসহ অনেকের প্রেরণা ও অবদান রয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
Share.
Exit mobile version