আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।।  সংকটে মালয়েশিয়ার অর্থনীতি। দেশটির ব্যবসাগুলো প্রাক-মহামারি স্তরে নেওয়ার জন্য তীব্র জনবল সংকটের সম্মুখীন হতে হচ্ছে। দেশটির শিল্প খাত, বিশেষ করে রফতানিভিত্তিক খাতগুলোর বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী বছরের মধ্যে ৬ লাখেরও বেশি বিদেশি কর্মী প্রয়োজন হবে।

ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছে।

বিদেশি কর্মীদের ওপর বর্তমান স্থবিরতা প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। এফএমএম-এর সভাপতি তান শ্রী সোহ থিয়ান লাই বলেছেন, ‌‘যদি জরুরি জনবলের চাহিদা দ্রুত পূরণ করা না হয়, তাহলে এ কারণেই উৎপাদন শিল্পগুলোর পুনরুদ্ধার বিঘ্নিত হতে পারে। ’

তিনি বলেন, ‘জনবলের চাহিদার ওপর সমীক্ষা করে অক্টোবরের শুরুতে প্রায় ২২ হাজার শ্রমিকের ঘাটতি খুঁজে পেয়েছি আমরা। সমীক্ষায় নিম্ন/অদক্ষ সাধারণ কর্মী বিভাগে প্রায় ১৪,০০০ এবং প্রায় ৭,০০০ দক্ষ সাধারণ কর্মী, প্রযুক্তিবিদ, যন্ত্রবিদ ও প্রকৌশলীর ঘাটতি পাওয়া গেছে।

এ ছাড়া খাদ্য ও পানীয়, রাসায়নিক ও বিভিন্ন রাসায়নিক পণ্য, তৈরি ধাতু ও রাবার পণ্যের মতো উৎপাদনকারী উপ-খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি আছে। ’
সোহ আরও বলেন, ‘দেশব্যাপী উৎপাদন খাতে বিদেশি কর্মীদের মধ্যে ৪৪% কমে এখন ৩৯১,৮৩১ জন আছেন। যেখানে ২০১৯ সালেও ৬,৯৭,১২৪ বিদেশি কর্মী ছিলেন।

সূত্র : থেইজ মার্কেটস, এনএসটি ডটকম

Share.
Exit mobile version