পাসপোর্টে মেয়াদ বৃদ্ধি করাতে না
পারায় ছুটি শেষেও যাওয়া
অনিশ্চিত

বরিশাল অফিস :- আন্তর্জাতিক অভিবাসী দিবসে বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী দেখে কান্নায় ভেঙে পরেন মালদ্বীপ থেকে ছুটিতে দেশে এসে পূর্ণরায় কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসী রুবেল মিয়া।

অভিবাসী শ্রমিকরা যেন কোন ধরনের শোষণ, বঞ্চনা ও হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। কিন্তু বরিশালের গৌরনদী পৌরসভার গেরাকুল গ্রামের বাসিন্দা প্রবাসী রুবেল মিয়ার এখন প্রবাসে যাওয়া অনিশ্চয়তার মধ্যে পরেছে। ছুটি শেষ হওয়ার পরেও পাসপোর্টে চারমাস মেয়াদ থাকায় টিকিট বুকিং করাতে পারছেন না রুবেল মিয়া। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন মিয়মে পাসপোর্টে কমপক্ষে ছয়মাস মেয়াদ থাকতে হবে। এমনকি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট অফিসে ঘুরেও মেয়াদ বৃদ্ধি করাতে পারছেন না অসহায় রুবেল।

তিনি বলেন, অসহায় পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ও বেকার সমস্যা দূর করতে ২০১২ সালে স্থানীয় পৌরসভা থেকে দেওয়া জন্মসনদ দিয়ে পাসপোর্ট করে মালদ্বীপে পাড়ি জমিয়েছি। সেখানকার (মালদ্বীপ) একটি আবাসিক হোটেলে সুনামের সাথে কাজ করে আসছিলাম। গত ৩০ আগস্ট দ্বিতীয়বারের মতো ছুটিতে বাংলাদেশে আসি। আমার পাসপোর্টে লাগানো ভিসার মেয়াদ রয়েছে একবছর। ছুটি শেষে চলতি মাসের ৩ ডিসেম্বর আমার মালদ্বীপে ফেরার কথা ছিলো।

সূত্রমতে, এরপূর্বে বিমানের টিকেটের জন্য রুবেল মিয়ার কর্মরত প্রতিষ্ঠান মালদ্বীপের হোটেল থেকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হলে জানানো হয় পাসপোর্টে চার মাসের মেয়াদ রয়েছে। নতুন নিয়মে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে। তাই তাকে (রুবেল) জানানো হয় পাসপোর্টের মেয়াদবৃদ্ধি করার জন্য।

এরপরই বাংলাদেশে শুরু হয় রুবেলের চরম ভোগান্তি। প্রথমপর্যায়ে পূর্বের হাতের লেখা জন্মসনদ ডিজিটাল করাতে গিয়ে দেখেন তার (রুবেল মিয়া) নামে পৌরসভার সার্ভারে কোন এন্টি নেই। এমনকি তার পূর্বের জন্মসনদের সিরিয়ালে অন্য গ্রামের এক ব্যক্তির নাম এন্টি করা হয়েছে। পরবর্তীতে নতুন করে জন্মসনদ উত্তোলন করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করাতে গেলে জানানো হয় এমআরপি পাসপোর্ট বন্ধ তাই ই-পাসপোর্ট করাতে হবে। কিন্তু রুবেল মিয়ার জন্মসনদ ও পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের মিল না থাকায় দ্বিতীয় দফায় ভোগান্তিতে পরতে হয়। বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা হলেও কয়েকদিন পর তা খারিজ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে মালদ্বীপ থেকে জরুরি ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির পাসপোর্ট প্রেরণের জন্য রুবেল মিয়াকে তাগিদ দেওয়া হচ্ছে। নতুবা তার ভিসা বাতিল করা হবে বলেও জানানো হয়। ফলে শুধুমাত্র এমআরপি পাসপোর্ট বন্ধ থাকার অযুহাতে এখনও পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করাতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছেন রুবেল মিয়া।

জরুরিভাবে মেয়াদবৃদ্ধির এমআরপি পাসপোর্টসহ কর্মস্থল মালদ্বীপে ফিরে যেতে তিনি (রুবেল মিয়া) প্রবাসীদের আস্থার প্রতীক বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Share.
Exit mobile version