নিজস্ব প্রতিবেদক :- মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে অজপাড়া গাঁয়ের মানুষের মাঝে চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষ্যে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুরে প্রতিষ্ঠিত হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময়ে হাসপাতাল প্রাঙ্গনে রিয়াল চক্ষু হাসপাতালের উদ্যোগে ওই ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময়ে প্রায় তিনশতদিক চক্ষু রোগীদের মাঝে চিকিৎসাসেবা ও চিকিৎসা নিতে আগত অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। তখন ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিমা-মান্নান হাসপাতালের পরিচালক একে এম শহিদুল আলম ফারুক, সুপারভাইজার আব্দুল বারী প্রমুখ।
প্রতিষ্ঠানটির পরিচালক একে এম শহিদুল আলম ফারুক বলেন, “গ্রামমুখী মানুষের দ্বোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেয়ার লক্ষ্যেই আমরা ও আমার স্নেহের ছোটভাই এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব হোসেন এ হাসপাতালটি প্রতিষ্ঠিত করেছে। তাই অসহায় পরিবারের সদস্যদের মধ্যে যাদের চক্ষু সমস্যা রয়েছে তাদের জন্য ফ্রি চক্ষু ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি আমরা”।