রাঙা প্রভাত অনলাইন ডেস্ক।। উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনা খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত সোনার খনি ধসে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি।

খনি কোম্পানিটি ফেসবুকে ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় গ্রামবাসীরা অন্তত দুইটি ড্রেজারের মাধ্যমে সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছেন।

কোম্পানিটি জানায়, খনিটি পরিত্যক্ত ছিল। তবে স্থানীয় খনি শ্রমিকরা ওই এলাকা পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার পর পুনরায় ফিরে আসে। তবে খনিটির কাজ কবে থেকে বন্ধ, তা বলা হয়নি।

Share.
Exit mobile version