বিশেষ প্রতিনিধি।। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে এর সহকারী চালক (এএলএম) আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের মনতলা স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের লোকোমোটিভেরও (ইঞ্জিন) ক্ষতি হয়।

আহত সহকারী চালক মো. তৌহিদুল মোরসালিন মনতলা স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ট্রেনের প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।
তৌহিদুল মোরসালিন জানান, মনতলা স্টেশনের কাছে ১০-১২ জন লোক দাঁড়ানো ছিলেন। এর মধ্যে দু-একজন হঠাৎ করে ঢিল ছুড়তে থাকেন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন।

ট্রেনটি মনতলা স্টেশনে দাঁড় করিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাড়ে ৮টার দিকে ট্রেন নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। ঢিলে লোকোমোটিভের গ্লাস ভেঙে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে পুলিশ পাঠানো হয়।

Share.
Exit mobile version