বরিশাল অফিস :- বোরো আবাদে কৃষি যান্ত্রিকীকরণ, শ্রমিক সংকট নিরসন, উৎপাদন খরচ কম ও স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষে জেলার আগৈলঝাড়ায় প্রথমবারের মতো “সমলয়” চাষাবাদ পদ্ধতির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল-মুড়িহার বোরো বøকের ৫০ একর জমিতে চাষাবাদ পদ্ধতির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়সহ অন্যান্যরা।

 

Share.
Exit mobile version