কেএম সোয়েব জুয়েল, বিশেষ প্রতিনিধি:– বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরে মঙ্গলবার সকাল ১০ টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংবিধান অনুযায়ী বিভিন্ন অপরাধে আটটি মুদি-মনোহারি ও দুইটি ঔষধ ব্যাবসা প্রতিষ্টান সহ মোট ১০ টি দোকান মালিকে অপরাধের ধরন অনযায়ী মোট ৩৩০০০ টাকা জরিমানা করেন বরিশালের
ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সহকারী পরিচালক শেখ মোঃ শৌয়াব হোসাইন ।
দোকান মালিকদের অপরাধ সম্পর্কিত তথ্য জানতে চাইলে কর্মকর্তারা বলেন, দ্রব্য মুল্যে তালিকা প্রদর্শন না করা, ঔষধের প্যাকেটে উৎপাদনের মেয়াদ তারিখ না থাকা, উৎপাদিত পন্যের মোরগে এম,আর,পি না থাকার কারনেই এই সকল দোকান মালিকদের জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনায় সার্বিক সহোযোগিতায় ছিলেন বাবুগঞ্জ উপজেলা সেনেটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মোঃ জাকির হোসেন ও আনসার ব্যাটালিয়ানের একটি টিম।
সর্ব সাধারণের উদ্দেশ্য দিক নির্দেশোনা ও কোভিড- ১৯ সম্পকে সচেতন মুলক বক্তব্য দেন ভোক্তা অধিকার অভিযানের সহকারী পরিচালক শেখ মোঃ শৌয়াব হোসাইন।