বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর-পাইকপাড়া গ্রামে আগুনে পুড়ে ১৩টি পরিবারের ৫০ টি ঘর ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের জেলা ইনচার্জ ফারহাদ হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ইয়াদুর রহমান বলেন, পাশের বাড়িতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি। এ আগুনে ১৩টি পরিবারের ঘর আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী কফিল বলেন, আগুনে যেসব মানুষগুলোর ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। ঘরের সবকিছু পুড়ে সবাই নিঃস্ব হয়ে গেল।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান বলেন, মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল যা খুবই কষ্টদায়ক। পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version