বরিশাল অফিস :- করোনার প্রতিশেষক টিকা দিতে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাঁপায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর অন্তর মৃধা নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। অপর দুই শিক্ষার্থী রেদওয়ান ফকির ও শান্তকে শেবাচিমে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এ ঘটনার পর বিক্ষুব্ধরা পাথরঘাটা থেকে চট্টগ্রামগামী বলেশ্বর পরিবহনে হামলা চালিয়ে ভাঙচুর করে মহাসড়ক অবরোধ করেন। এসময় সড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর গৌরনদী হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, হতাহতরা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। তারা সরকারীভাবে বরাদ্দকৃত করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহনের জন্য গৌরনদী সদরের বেসরকারী এবি সিদ্দিক ডায়গনস্টিক সেন্টারের উদ্দেশ্যে যাচ্ছিলো।

 

Share.
Exit mobile version