বিশেষ প্রতিনিধি।। মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে হতাহতদের উদ্ধারের সময় পেছন থেকে আসা অপর একটি বাসচাপায় ৩ উদ্ধারকারীসহ ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের আড়িয়াল খাঁ সেতুসংলগ্ন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ সেতুসংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে দুঘর্টনার শিকার হয়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার শুরু করে।
এ সময় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে উদ্ধারকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন ও স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যানচালক লিটন শরীফ (৪০) ও প্রাইভেটকারের যাত্রী মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিনের বল্লবদী গ্রামের খলিল মিয়া (৭০) ও মোফাজ্জেল হোসেন খান (৫৫) । আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Share.
Exit mobile version