আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রথম বারের মতো কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এক নারী। রোববার দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লাতিফ আলে শায়খ তথ্যটি নিশ্চিত করেন।

ওই নারীর নাম ড. লাইলা বিনতে হামদ আল কাসিম। তাকে ধর্ম মন্ত্রণালয়ের পরিকল্পনা ও ডিজিটালাইজেন বিভাগের সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়েছে।

একইসাথে তিনি মন্ত্রণালয়ের উন্নতি, গ্রাহকদের উন্নত সেবা ও স্বচ্ছতা নিশ্চিতের দায়িত্ব পালন করবেন।

একইসাথে তিনি মন্ত্রণালয়ের উন্নতি, গ্রাহকদের উন্নত সেবা ও স্বচ্ছতা নিশ্চিতের দায়িত্ব পালন করবেন।
তাকে পূর্ণ এক বছরের জন্য এ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে। ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সৌদি আরবের ‘মিনিস্ট্রিরি অব ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্সে’ তাকে এ নিয়োগ দেয়। -আলআরাবিয়া

Share.
Exit mobile version