বিশেষ প্রতিনিধি।। গাইবান্ধার পলাশবাডীতে বাজারে যাওয়ার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসডকের দুবলাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কিশোরগাডী ইউনিয়নের ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৬) ও তার নাতনি মাইশা আক্তার (৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে নানি-নাতনি বাজারে যাচ্ছিলেন। পথে দুবলাগাড়ী এলাকায় ভ্যানের এক পাশের চাকা নির্মাণাধীন ফোরলেন সড়কের খাদে পড়ে যায়। এতে নানি-নাতনি ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
পলাশবাডী থানা পুলিশ জানায়, এ ঘটনায় চালক-সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। নিহত নানি-নাতনির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Exit mobile version