বরিশাল অফিস :- প্রভাবশালী একটি মহলের স্বেচ্ছাচারিতায় গত তিনদিন থেকে ঘর বন্দী হয়ে পরেছে সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার ১০টি পরিবার। ওই প্রভাবশালীর হাত থেকে রেহাই পেতে ভূক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার সকালে কোতয়ালী মডেল থানার ওসি মোঃ আজিমুল করিম লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রমতে, জনৈক আরিফুর রহমান ২০১৮ সালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের ভাষানী সড়ক এলাকায় জমি ক্রয় করেন বসত বাড়ি স্থাপনের পর বসবাস করে আসছেন। তাছাড়া জমিতে যাতায়াতের জন্য তারা কয়েকজন মিলে আরও কিছু জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করেন। গত ১৭ ফেব্রæয়ারী ওই রাস্তার জমির মালিকানা দাবি করেন গণপূর্ত বিভাগের হিসাব সহকারী নাসির উদ্দিন। এজন্য ওই রাস্তার ওপর তিনি (নাসির) বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে ঘরবন্দী হয়ে পরেছেন ১০টি পরিবারের সদস্যরা।
জিম্মি হয়ে থাকা পরিবারের সদস্যরা বলেন, ওই জমি নাসির উদ্দিনের নয়। তিনি কোন প্রকার কাগজপত্র ছাড়াই ক্ষমতার জোরে ১০টি পরিবারের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। অভিযোগ প্রসঙ্গে নাসির উদ্দিন সাংবাদিকদের সাথে এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।