বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পাঁচ চোরাকারবারিকে আটকের পর ১০টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) ভোর রাতে চোরাকারবারিদের আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী দিনভর অভিযান চালানো হয়। রাণীশংকৈল উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ ভোর গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই এরশাদের নেতৃত্বে একদল টহল পুলিশ ভোর ৬টা পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ‍্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আব্দুল আজিজের বাড়ি থেকে ৮টি ভারতীয় অবৈধ গরু, শুকুর আলীর বাড়ি থেকে ১টি ও মীরডাঙ্গী বাজারের আব্দুর রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১টিসহ অবৈধ পথে আনা ১০টি গরু উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাণীশংকৈল উপজেলার সাইদুল ইসলাম, আবুল খায়ের, আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলী ও জামাল উদ্দীনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল।

Share.
Exit mobile version