অনলাইন ডেস্ক।। নাটা নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হয়েছে। ইমরানকে ক্ষমতা থেকে হটাতে বিরোধীদের সরকার ১৭২ এমপির সমর্থন।

জিও নিউজের প্রতিবেদন বলছে, বিরোধীদের পক্ষে ১৯৯ জন এমপির সমর্থন আছে। প্রতিবেদন অনুযায়ী ইমরান খানের পতন আজ অনিবার্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান আজ অনাস্থা প্রস্তাবের ভোটে হারলে দেশটিতে আগামীকাল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন।

নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম-লিগের (নওয়াজ) নেতা শেহবাজ শরিফ। তিন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

এর আগে পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কিন্তু অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতর তুমল হট্টগোল আর ক্রুদ্ধ বাকবিতণ্ডা শুরু হলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতুবি করে দেন।

এর দুই ঘণ্টা পর আবার অধিবেশন শুরু হয়। এর পর আবার মুলতবি ঘোষণা করা হয় এবং এশার নামাজ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এদিকে অনাস্থা প্রস্তাবের ভোটকে ঘিরে দেশটীর পার্লামেন্টের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ।

Share.
Exit mobile version