অনলাইন ডেস্ক।।  আফগানিস্তানে আজ রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল শনিবার দেশটির কয়েক স্থানে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষাপটে তালেবান সরকার এই সিদ্ধান্ত নেয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

তালেবান মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদও রোববার ঈদের কথা ঘোষণা করে আফগানদের অভিনন্দিত করেন।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে সোমবার ঈদ হবে।

সূত্র : এমএমনিউজ

Share.
Exit mobile version