অনলাইন ডেস্ক।। শ্রীলঙ্কায় চলমান পরিস্থিতিতে সহিংসতা দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দিয়েছে লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মানবজীবনের কোনো ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনী গুলি করতে পারবে।

এ পরিস্থিতিতে প্রাণহানি বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

এদিকে শ্রীলঙ্কার পুলিশ এবং সেনাবাহিনীকে জরুরি ক্ষমতা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এর ফলে যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। এই ক্ষমতাবলে এখন থেকে সামরিক বাহিনী যেকোনো ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের কাছে রাখতে পারবে। মঙ্গলবার সরকারি এক আদেশে আরও বলা
সেনাবাহিনী যেকোনো ব্যক্তির ব্যক্তিগত গাড়িসহ সম্পত্তিতে তল্লাশি চালাতে পারবে।
শাসকদলের সমর্থন এবং বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে সোমবার ৫ জনের মৃত্যু হয়েছে দেশটি। এতে আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন ১ জন পার্লামেন্ট সদস্যও। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

Share.
Exit mobile version