বৃষ্টি

 আইভি সাহা

মেঘের পরে মেঘ জমেছে
আঁধার করে আকাশটাতে
খানিক বাদে কান্না হয়ে
রিমঝিম বৃষ্টি এলো ঐযে ধেয়ে

টুপ-টাপ টুপ-টাপ সারাদুপুর
এই আমি আনমনা মন নিয়ে —
বাইরে এলাম তোমার খোঁজে
বৃষ্টি হয়ে তুমি এলে অবশেষে

বৃষ্টি এল তোমায় নিয়ে
ঠান্ডা শীতল বরফ গলে
একটু আমায় ভিজিয়ে দিয়ে
আলতো করে ছুঁয়ে -ছুঁয়ে

তোমায় পেলাম বৃষ্টি ছুঁয়ে
সাদা সাদা মুক্ত দানায়
মেঘ ভেঙে বরফ কনায়
ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়

বৃষ্টি ছুঁয়ে পেলাম তোমায়
তুমি এলে শীতল মায়ায়
লাগলো জল কদম -কেয়ায়
লাগলো জল পাখির ডানায়

ভরবে জল কানায়–কানায়
ভাঙবে এবার নদীর পাড়
পদ্মপুকুর ,জলনুপুর, মধ্যদুপুর
বৃষ্টি পড়ে টাপুর -টুপুর———
টাপুর-টুপুর —-টাপুর-টুপুর!

Share.
Exit mobile version