রাঙা প্রভাত ডেস্ক।। জমি লিখে না দেওয়ায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধকে পায়ে লোহার শিকল পরিয়ে দেড় মাস গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। খবর পেয়ে স্থানীয় মানবাধিকার কর্মীদের সহযোগিতায় শনিবার (২১ মে) বিকেলে কেন্দুয়া থানা পুলিশ উপজেলার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে।
এ ঘটনায় ওই বৃদ্ধের স্ত্রী হামিদা আক্তার ও বড় ছেলে সেলিমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।