রাঙা প্রভাত ডেস্ক।। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে অবস্থান নিয়েছে। এই বাংলার জমিনে তাদের অবস্থান কখনোই মানুষ হতে দেবে না ইনশা আল্লাহ। এর প্রতিবাদে যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দেব, জান দেব।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটে বন্যায় মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসহায় অবস্থায় দিন-রাত যাপন করছে। যদি প্রয়োজনে হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দী মানুষের কাছে সহযোগিতার জন্য পাশে দাঁড়াবেন। সঙ্গে সঙ্গে বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন। এ ছাড়া বন্যায় পানিবন্দী দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান চরমোনাই পীর।

শনিবার (২১ মে) বিকেলে খুলনা রেলস্টেশন-সংলগ্ন কদমতলা রোডে দলটির অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলা ও সব উপজেলা থেকে নেতা-কর্মীরা জমায়েত হন। সমাবেশ শুরুর পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কথিত ‘গণকমিশন’ দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামি হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন খুলনা বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

Share.
Exit mobile version