বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. হাবিবুর (১৩) ও মো. তাহের (১০) নামে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৫টার দিকে কানসাট ইউনিয়নের কালভার্ট ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। হাবিবুর কানসাট ১নং ওয়ার্ডের ঝাবুবাজার পুলিশমাইল গ্রামের মো. মোস্তাকিনের ছেলে ও ৮ম শ্রেণির ছাত্র। তাহের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও ৫ম শ্রেণির ছাত্র। সে পুলিশমাইল গ্রামে নানা মো. আলাউদ্দিনের বাড়িতেই থাকত।
মরদেহ উদ্ধারকারী শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, প্রায় আড়াই কিলোমিটার দূরের পুলিশমাইল এলাকা থেকে ওই এলাকার চারবন্ধু গোসল করতে আসে। এর এক পর্যায়ে দুজন তলিয়ে গেলে অন্য দুজনের চিৎকারে স্থানীয়রা এসে সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে।
সংশ্লিষ্ট কানসাট ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শহিদ বলেন, চারজন আম প্যাকেজিংয়ের কাজ করছিল। তারা পড়াশোনার পাশাপাশি কাজও করত। চারজন বিকেল ৪টার দিকে বাড়িতে ফিরে খাবার পর গোসলে যায়। তারা সাঁতার জানত না বলে শোনা গেছে। ‘টিকটক ভিডিও’ বানাতে দুরে নদীতে গোসল করতে যায় বলেও শোনা গেছে বলে জানান গ্রাম পুলিশ শহিদ।