নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের বঞ্চিতজনের অধিকার প্রকল্প ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা বুধবার পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এ বাজেটে উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৩০ লাখ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ টাকা। এছাড়াও রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৬ লাখ ৪৮ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৮৩ হাজার টাকা।বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আমিনুল ইসলাম।
চেয়ারম্যান কামরুল আহসান খান হিমুর সভাপতিত্বে বাজেট সভায় অতিথি ছিলেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী তাহাজ্জুদ হোসেন, প্রকল্প সহকারী দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে ছিলেন ইউপি সদস্য কাইউম হোসেন, মাসুদ হোসেন, হাবিবুর রহমান খান মিঠু, লিয়া, কম্পিউটার অপারেটর রবিন খান সলেমান, মাহামুদুর হোসেন খান বাবু প্রমুখ।