বিশেষ প্রতিনিধি ,  পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল আজ বৃহস্পতিবার ২জুন জেলার আটঘড়িয়া থানাধীন পুস্তিগাছা বাজার থেকে দেবোত্তরগামী পাকা রাস্তার উপর হইতে ডাকাতীর প্রস্তুতিকালে রাত ৩-৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ ছয় ডাকাতকে গ্রেফতার করে।
ডাকাতগন হলোঃ রাজবাড়ী জেলার পাংশা থানার সর দুর্বল দিয়া গ্রামের মো,লিয়াকত সরদার এর ছেলে রুহুল আমিন (৩৬) ওহাব সরদারের ছেলে আরিফ সরদার (২৪), মৃত আদু সরদারের ছেলে লিয়াকৎ সরদার (৫৭) আবুল সরদার এর ছেলে ফজলু সরদার (২৩)।
পাবনা জেলার আমিনপুর থানার কোমর পুর গ্রামের মো,পটল ওরফে কোসেদ এর ছেলে মো, সালাম মিয়া (৪২), ও পাবনা জেলার আমিনপুর থানার ঢালারচর গ্রামের জহির মণ্ডলের ছেলে নিল মন্ডল (৪৪)।
ডাকাতদের নিকট হইতে ডাকাতি কাজে ব্যবহৃত
একটি লোহার তৈরী প্লাস্টিকের হাতলযুক্ত পুরাতন ওয়ান সুটারগান এবং ০৩ রাউন্ড গুলি,
দুইটি লোহার তৈরী ধারালো হাসুয়া যাহার বাট সহ দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি।একটি স্টেনলেস স্টিলের চাপাতি,
একটি লোহার তৈরী ধারালো ছুরি,
একটি লোহার তৈরী তালা কাটার জন্য ব্যবহৃত হেসো ব্লেড ,
ডাকাতি কাজে ব্যবহারের জন্য নাইলন রশি,
দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, ধৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক ডাকাতী ও অস্ত্র মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে। ধৃত আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় ডাকাতীর প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version