রাঙা প্রভাত ডেস্ক।। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতেই হবে পদ্মা সেতু উদ্বোধনের উৎসব। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১০ লাখের বেশি মানুষের সমাগম প্রত্যাশা করা হচ্ছে।

শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এলাকা কঠোর নিরাপত্তার পাশাপাশি সিসিটিভির আওতায় থাকবে। বৃহস্পতিবার (২ জুন) সকালে সমাবেশ স্থলে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সমাবেশ স্থল ঘুরে সাংবাদিকদের এসব তথ্য জানান নাছিম।

 
নাছিম বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। এতে দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে।
এই স্বপ্নপূরণে কোটি কোটি মানুষ অপেক্ষার প্রহর গুনছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্যদিয়ে অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। উদ্বোধনের দিন সারা দেশের মানুষ উৎসবে অংশ নেবে–কেউ সমাবেশস্থলে এসে, আবার কেউ টেলিভিশনের মাধ্যমে। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসবে মেতে ওঠবে।
পদ্মা সেতু নিয়ে বিএনপির নানা মন্তব্যের কঠোর সমালোচনা করে নাছিম বলেন, বিএনপি আন্দোলনের নামে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তাহলে জনগণকে সঙ্গে দিয়ে কঠোরভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। জীবনমান নিয়ে সন্ত্রাস করলে, ’৭৫-এর ঘাতকের মতো যদি কথা বলে, অথবা হুমকি দিলে, আইনকে নিজের হাতে তুলে নিলে, নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যদিয়ে এসব অপকর্মের জবাব দেবে আওয়ামী লীগ।
 
এ সময় জাতীয় সংসদের চিফ হুইফ নূর-ই আলম চৌধুরী এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share.
Exit mobile version