লেখক

কৃষ্ণচূড়া

বহু রুপে বহুবার হারিয়ে খুঁজেছি তোমায়
আমি তোমায় দেখেছি নানা রুপের ভিন্নতায়
তোমায় আবিষ্কার আমার স্বপ্নকে খুঁজে খুঁজে!
এই তোমাকেই চাইতাম আমি মনে-প্রাণে!
অবশেষে তুমি এলে আবির রঙে রঙিন হয়ে
ফুলে ফুলে ডালে ডালে কৃষ্ণচূড়ায়!

রাজা -রানী, পরীদের রুপকথার গল্প শুনতে শুনতে নিজেকে হারিয়ে ফেলেছি কত গল্পে, গল্পদের ভীড়ে!
কখনো হয়েছি রাজকন্য, রাণী,পরী,প্রজাপতি, ঘাস ফড়িং, বাহারি ফুল, সুন্দর রঙিন মাছ রাঙা পাখি, কাগজের ভেসে যাওয়া নৌকা, এ্যকুড়িয়ামের রঙিন রঙিন মাছ, ঘুড়ি, আকাশে ভেসে বেড়ানো পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ! আরও কত কী!

আমি মানি মানুষের অসীম আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছেন সৃষ্টিকর্তা, মনে রাখা, স্বপ্ন দেখা, অনুভব করা, টেলিপ্যাথি ফিল করা, একটা আত্মার সাথে আরেকটি আত্মার আত্ম সংযোগ বিদুৎ এর মতো যোজন যোজন দূর থেকে। শুধু উপলব্ধির অনুভব করার অনুভূতিটুকু থাকা চাই।

একটা হারিয়ে যাওয়া কৃষ্ণচূড়ার গল্প বলি তোমায় আজ……..

আমার বাবার হাত লাগানো বড় একটা কৃষ্ণচূড়া গাছে আবির রাঙা হয়ে ফুটে থাকতো ফুল আর ফুল! বর্ষা আসার আগমনী বার্তা নিয়ে! আমি আমাদের বাড়ির দোতলায় উপরের বারান্দায় দাঁড়িয়ে গাছের উপরের অংশে ফুটে থাকা লাল টুকটুকে ফুলগুলো বেশ উপভোগ করতাম। কিন্তু দিন চলে গেল! সবাই চলে গেল! সেই কৃষ্ণচূড়া গাছটিও এখন আর নেই! আর কোথাও কেউ নেই!

মনে পড়ে হায় কৃষ্ণচূড়ায় নব মঞ্জুরী দেখে
তুমি এসেছিলে এমন দিনে
রুপের আবির মেখে
কখনো হয় যদি দেখা কোনো এক বরষায়,
হাত দুটো ধরে নিয়ে যাবো কৃষ্ণচূড়া বনে—-
রাঙিয়ে দিও আমার সিঁথি আবির রঙে!

কলমেঃ আইভি সাহা
২/৬/ ২০২২

Share.
Exit mobile version